ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পানিসম্পদ মন্ত্রীকে সমুদ্র সীমার মানচিত্র হস্তান্তর

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
পানিসম্পদ মন্ত্রীকে সমুদ্র সীমার মানচিত্র হস্তান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ প্রকাশিত দেশের নতুন সমুদ্র সীমানার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে হাটাহাজারি উপজেলা পরিষদ মিলনায়তনে উপ উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মন্ত্রীকে মানচিত্রটি হস্তান্তর করেন।



এ সময় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে দেশের বৃহত্তর স্বার্থে এ মানচিত্রটিকে আরও উন্নত করতে উদ্যোগ গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের আহবান জানান।

মানচিত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের পরিচালক ড. মো. শাহাদাত হোসেন, মানচিত্র প্রণয়নকারী দলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. এস এম শরীফুজ্জামান, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পান্না প্রমুখ।


বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।