bangla news

মুক্তির পর কারাফটকে গ্রেফতার শিবির নেতা

466 |
আপডেট: ২০১৪-০৭-১৭ ৮:০৮:০০ এএম

জামিনে মুক্তির পর কারাফটক থেকে আবারো গ্রেফতার হয়েছেন মহানগর উত্তর শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল আমিন।

চট্টগ্রাম: জামিনে মুক্তির পর কারাফটক থেকে আবারো গ্রেফতার হয়েছেন মহানগর উত্তর শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল আমিন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগীর মিয়া বাংলানিউজকে বলেন, জামিন আদেশ পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির আগে বিষয়টি যথানিয়মে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছিল।

কোতোয়ালী থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বাংলানিউজকে বলেন, সাতকানিয়া থানা পুলিশের অনুরোধে নুরুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে কয়েকটি নাশকতার মামলা আছে।

সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বাংলানিউজকে বলেন, নুরুল আমিনকে গ্রেফতারের বিষয়টি আমাদের অবহিত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-07-17 08:08:00