ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের স্পন্সরশীপ হস্তান্তর

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের স্পন্সরশীপ হস্তান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের স্পন্সরশীপ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
 
সম্প্রতি লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী ও লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের দ্বিপাক্ষীক বৈঠকের মাধ্যমে লিও ক্লাবের স্পন্সরশীপ হস্তান্তরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

দুই ক্লাবের উর্ধ্বতন নেতৃবৃন্দের উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কর্ণফুলী লায়ন্স ক্লাবের সভাপতি জহির উদ্দিন আহমেদ ও বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারি আবু তাহের।

এসময় অন্যান্যের মধ্যে সাবেক জেলা গভর্নর লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর প্রধান উপদেষ্টা রূপম কিশোর বড়ূয়া, কর্ণফুলী লায়ন্স ক্লাবের সভাপতি জহির উদ্দিন আহমেদ, বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি রিয়াদ মোর্শেদ আলম, সাবেক সভাপতি সোলতান আহমেদ, জাফর আহমেদ মালু, সেক্রেটারি আবু তাহের, ট্রেজারার মামুনুর রশিদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


উভয় লায়ন্স ক্লাবের আলোচনা ও মতামতের ভিত্তিতে গৃহীত সিন্ধান্ত মোতাবেক আগামী ১ জুলাই থেকে লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সকল কার্যক্রম যথারীতি লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ব্যানারে সম্পাদিত হবে। উক্ত লিও ক্লাবের অভিভাবক ক্লাব হিসেবে কর্ণফুলীর পরিবর্তে বন্ধন লায়ন্স ক্লাব হিসেবে পরিগণিত হবে।  

বাংলাদেশ সময়:১৪৩৮ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।