ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আওয়ামী লীগই পারবে: মহিউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০২, জুন ২৩, ২০১৪
আওয়ামী লীগই পারবে: মহিউদ্দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আওয়ামীলীগই ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে পারবে বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র ও নগর আওয়‍ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে আয়োজিত এক আলোচনা সভায় মহিউদ্দিন এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামীলীগের অভ্যুদয় বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি চক্রান্তের জাল ছিন্ন করে বাংলার স্বাধীনতা অর্জন করেছিল।

বাংলার লাল সবুজের পতাকাকে সমুন্নত করে রাখার দায়িত্ব আমাদেরই।

নগরীর লালদিঘি ময়দানে আয়োজিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সম্পাদকমন্ডলীর সদস্য ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, কাউন্সিলর জহরলাল হাজারী।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ২৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।