ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আত্মসমর্পণের পর বায়েজিদ স্টিলের মালিকের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
আত্মসমর্পণের পর বায়েজিদ স্টিলের মালিকের জামিন

চট্টগ্রাম: প্রায় ৭৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় বায়েজিদ স্টিল মিল লিমিটেডের মালিক আবু বক্কর চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

সোমবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ এস এম মুজিবুর রহমান তাকে জামিন দেন।



দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ জামিনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

পিপি জানান, বায়েজিদ স্টিলের মালিক আবু বক্কর চৌধুরী রুপালী ব্যাংকের বায়েজিদ বোস্তামি শাখা থেকে ঋণ নিয়েছিলেন।
কিন্তু ঋণ পরিশোধ না করে ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক দেলোয়ার হোসেনসহ দু’জন যোগসাজশ করে ৭৬ লক্ষ ৪১ হাজার ৮৫৮ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০০৩ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা বাদি হয়ে বায়েজিদ বোস্তামি থানায় আবু বক্কর চৌধুরী ও দেলোয়ার হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫ (১২)০৩।

ওই মামল‍া তদন্ত শেষে গত মে মাসে অভিযোগপত্র আাদলতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ১৮ জুন বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক থাকা দু’আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাংলাদেশ সময়: ২১২৪ঘণ্টা, জুন ২৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।