ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিন বগি রেখে চট্টগ্রাম পৌঁছল মেঘনা এক্সপ্রেস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুন ২১, ২০১৪
তিন বগি রেখে চট্টগ্রাম পৌঁছল মেঘনা এক্সপ্রেস ছবি : প্রতীকী

চট্টগ্রাম: তিনটি বগি দুর্ঘটনাস্থল সীতাকুণ্ডের কুমিরায় রেখে বাকি ১১টি বগি নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে চাঁদপুর ছেড়ে আসা মেঘনা পৌঁছেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

তবে দুর্ঘটনার কারণে যাত্রীদের জানমালের কোন ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও কোন ব্যাঘাত নেই।


রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, একটি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটেছে। যাত্রীরা সবাই অক্ষত আছেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা মিহির কান্তি গুহ বাংলানিউজকে জানান, চাঁদপুর ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় পৌঁছার পর একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এসময় ট্রেনটি থেকে যায়।

প্রায় এক ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বগিসহ এর পেছনের আরও দু’টি বগি কুমিরায় রেখে বাকি ১১টি বগি নিয়ে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামে পৌঁছে।

মিহির কান্তি গুহ জানান, দুর্ঘটনাস্থলে ডুয়েল লাইন থাকায় ট্রেন চলাচলে কোন সমস্যা হচ্ছেনা। দুর্ঘটনার কারণ বিভাগীয় পর্যায়ে খতিয়ে দেখা হবে।

দুর্ঘটনাকবলিত বগিটি সরানোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩২৮ঘণ্টা, জুন ২১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।