ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বর্ষণে দেয়াল ধসে চট্টগ্রামে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুন ২১, ২০১৪
বর্ষণে দেয়াল ধসে চট্টগ্রামে নির্মাণ শ্রমিকের মৃত্যু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার পূর্ব নাছিরাবাদের রহমতনগর আবাসিক এলাকায় অতি বর্ষণের ফলে পাকা দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।



শনিবার ভোর ৪টার দিকে এ দেয়াল ধসের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত নায়েক আবুল বাশার বাংলানিউজকে বলেন, ভোর সাড়ে ৬টার দিকে দেয়াল ধসে গুরুতর আহত চারজনকে হাসপাতালে নেয়া হয়।
এর মধ্যে মো.আসলাম (৩০) নামে একজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত দু’দিন ধরে টানা বর্ষণের কারণে রহমতনগর আবাসিক এলাকায় একটি কাঁচা বসতঘরের উপর বি-ব্লকে হিলভিউ আবাসিক এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদের একটি পাকা দেয়াল ধসে পড়ে।

এসময় ওই ঘরে চারজন নির্মাণ শ্রমিক ঘুমাচ্ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি ঘটনাস্থলে যায়। দমকল কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে আসলামের মৃত্যু হয়।

আহত বাকি তিনজন হল, মো.মামুন (১৮), শেফাজুল (২০) এবং মো.খোকন (২২)। তারা ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১০০০ঘণ্টা, জুন ২১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।