ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউতে বিতর্ক কর্মশালা সম্পন্ন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুন ২০, ২০১৪
ইডিইউতে বিতর্ক কর্মশালা সম্পন্ন

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা শেষ হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



ডিবেট ক্লাবের মডারেটর শেহরিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার  সাফায়েত কবির চৌধুরী ও দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্ক যুক্তিবোধকে শানিত করে।
তাই বিতর্ক চর্চার মাধ্যমে যুক্তির আলোকে ছড়িয়ে দিতে হবে।

দুই দিনব্যাপী কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৃষ্টি চট্টগ্রাম।   এতে প্রশিক্ষক ছিলেন দৃষ্টির সহ সম্পাদক কাজী আরফাত ও বিতার্কিক জুয়েল চৌধূরী।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৪টি দলকে নিয়ে সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বিচারক ছিলেন দৃষ্টির সদস্য রবিউল হোসেন, মাহফুজুর রহমান, মানসিব তাহসিন অর্ক, আশরাফুল ও তন্ময় বড়ুয়া।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।