ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুন ২০, ২০১৪
চট্টগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ ও পটিয়া উপজেলার কেলিশহর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার সকাল ১১টার দিকে পটিয়া উপজেলার কেলিশহর সাধন মার্কেটের জেনারেটর চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন মো.নজরুল ইসলাম(২০)।

 

আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়ে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি পটিয়া উপজেলার কেলিশহর আদর্শগ্রামের বাসিন্দা শের আহমেদের সন্তান।


চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের নায়েক বাশার বাংলানিউজকে বলেন, পটিয়া উপজেলার কেলিশহর সাধন মার্কেটের জেনারেটর চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন নজরুল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নগরীর বায়জিদ থানার রৌফাবাদ এলাকায় একটি মাঠের পাশে তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. আবু সিদ্দিক (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে ১টার দিকে এ ঘটনা ঘটে। সিদ্দিক রায়জিদ থানার আরেফিন নগর আলিফ কলোনীর বাসিন্দা জামাল উদ্দিনের সন্তান।

বাশার জানান, মাঠের পাশে তারে জড়িয়ে বিদ্যুৎ স্পষ্ট হন আবু সিদ্দিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়:১৪৩৫ঘণ্টা, জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।