ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টাইগার পাস ও প্রবর্তকে পাহাড় ধস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুন ২০, ২০১৪
টাইগার পাস ও প্রবর্তকে পাহাড় ধস ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: টানা বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড় ও টাইগার পাস এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।



এর আগে সকালে টাইগার পাস ও লালখান বাজারের মাঝখানে সড়কের পূর্ব পাশে একটি পাহাড়ের কিছু অংশ কয়েকটি গাছসহ ধসে পড়লে সড়কের রেলিং ভেঙ্গে যায়। এছাড়া ভরাট হয়ে যায় পাশ্ববর্তী নালা।


প্রতিবছর ভারী বর্ষণ শুরু হলেই চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যায়। ২০০৭ সালের ১১ জুন এ অঞ্চলে একই দিনে ১২৭ প্রাণহানির ঘটনা ঘটেছিলো।

এ ঘটনার পর প্রাণহানির ঝুঁকি কমাতে পাহাড় ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে প্রশাসনের তৎপরতা চলছে। চলতি বছর কমিটি চট্টগ্রামে ৩০টি ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত
করে। এর মধ্যে ১১টিকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে এসব পাহাড়ে অবৈধভাবে বসবাসরত ৬৬৬ জনের তালিকা প্রস্তুত করে। আসন্ন রমজানের আগেই এসব অবৈধ বসতিগুলোকে চুড়ান্তভাবে উচ্ছেদ করতে অভিযান চালানোর কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা, জুন জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।