ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পিইউডিএসের আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব শুরু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
পিইউডিএসের আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) আয়োজনে শুরু হয়েছে তৃতীয় জাতীয় বিতর্ক উৎসব। বিতর্ক প্রতিযোগীতায় ঢাকা, সিলেটসহ সারা দেশের ২৪টি বিতর্ক দল অংশগ্রহণ করেছে।



বৃহষ্পতিবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মাহবুবুর রহমান।


পিইউডিএস চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনীর হাসান, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, পিইউডিএস মডারেটর সাইফুদ্দিন মুন্না, সভাপতি সাবের শাহ্, সহ সভাপতি শহিদুল মোস্তফা ও সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে মাহবুবুর রহমান বলেন, ‘কোনো জাতি যদি পেশী শক্তির চেয়ে বুদ্ধিশক্তিতে জোড় দেয় তাহলেই সে জাতি এগিয়ে যেতে পারে। বিতর্ক আমাদেরকে বুদ্ধিভিত্তিক সমাজ গঠনে সবচেয়ে বেশী সাহায্য করতে পারে। ’

বিশেষ অতিথি মুনীর হাসান বলেন, ‘বাংলাদেশ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এ অগ্রগতিকে টিকিয়ে রাখতে চাইলে তরুণদের এগিয়ে আসতে হবে, বিতর্কের মত সৃষ্টিশীল কাজের মাধ্যমে মেধাবীদের দেশের দায়িত্ব নিতে হবে। ’

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরিবেশনায় বেলুন বিতর্ক ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় রোবোটিক্স ক্লাবের পরিবেশনায় রোবট শো অনুষ্ঠিত হয়।

আগামী ২১ জুন বিকালে চট্টগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গনে উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চুয়েট, ইউএসটিসি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।