ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় জামায়াত-শিবিরের ৩৬ কর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
লোহাগাড়ায় জামায়াত-শিবিরের ৩৬ কর্মীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার চুনতি সাতগড় এলাকায় রিদুয়ানুল হক হোছাইনী নামে এক আওয়ামী লীগ কর্মীর ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ৩৬ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাতে আহত রিদুয়ানুল হকের বড় ভাই উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল হক হোছাইনী বাদী হয়ে লোহাগাড় থানায় এ মামলা দায়ের করেন।



মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক সোহরাওয়ার্দ্দী বলেন, রাজনৈতিক শত্রুতা থেকে রিদুয়ানুল হকের ওপর হামলা হয়েছে দাবি করে তার ভাই একটি মামলা ‍দায়ের করেছেন। এতে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জামায়াত-শিবির কর্মীকে আসামী করা হয়েছে।


গত ১৪ জুন সকাল সাড়ে ১০ টায় ১০ থেকে ১২জনের সশস্ত্র শিবির ক্যাডার রিদুয়ানুল হক হোছাইনীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। আহত রিদুয়ানুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।