ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কালেক্টরস সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
কালেক্টরস সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি শুরু ছবি : বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দুই দফা দাবিতে সারাদেশের মতো চট্টগ্রামের বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়গুলোতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি চলছে।

সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়।



সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস বাংলানিউজকে জানান, সকাল থেকে বিভাগীয় ও জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা কার্যালয় প্রাঙ্গনে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের মাধ্যমে কর্মবিরতি পালন করছে। বিকাল পাঁচটা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে।


পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়ের দাবিতে গত ১ জুন থেকে সারা দেশে কালেক্টরস সহকারী সমিতির ডাকে কর্মবিরতিসহ লাগাতার কর্মসূচি চলে আসছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।