ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৪
শাহ আমানতে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার ছবি: ফাইল ফটো

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা একটি ফ্লাইট থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৬ কেজি ওজনের ১৩৮টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।  

শনিবার রাত সাড়ে ৮টায় ওমানের মাস্কাট থেকে আসা ফ্লাই দুবাই এর একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৬ কোটি ৯০ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার অথেলো চৌধুরী বাংলানিউজকে বলেন, সব যাত্রী নেমে যাওয়ার পর পরিত্যাক্ত অবস্থায় একটি লাগেজ পাওয়া যায়।
স্ক্যান করার পর লাগেজের ভেতর বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

১৩৮ স্বর্ণবারের ওজন ১৬ কেজি। এর বর্তমান বাজার মূল্য ৬ কোটি ৯০ লাখ টাকা বলে জানান অথেলো চৌধুরী।

এর আগে শুক্রবার শারজা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ৮০ লাখ টাকা মূল্যের ১৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘন্টা, জুন ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।