ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাদ্রাসা ছাত্রী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৪
মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাদ্রাসা ছাত্রী নিহত ছবি: প্রতীকী

মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাই উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে রোকসানা আক্তার (১৫) নামে এক মাসার ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে বারইয়ারহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এঘটনা ঘটে।



নিহত শিক্ষার্থী রোকসানা উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী।

রোকসানার পিতা মো. হাফেজ জানান, গত ৭ জুন রোকসান বারইয়ারহাট কলেজের পাশে নিজ বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সে অগ্নিদগ্ধ হয়।
এ সময় তার শরীরের ৭০ ভাগ আগুনে পুড়ে ঝলসে যায়। পরিবারের সদস্যরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করায়। টানা ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

শনিবার দুপুরে নিহত রোকসানার লাশ ঢাকা থেকে মিরসরাইয়ের নিজ বাড়িতে আনা হয়।

এদিকে রোকসানার মৃত্যুর খবরে কদমতলা মাদ্রাসার তার সহপাঠীদের ও শিক্ষকদের মাঝে শোকের মাতম নেমে এসেছে। দুপুরে তার লাশ বাড়ি আনা হলে সহপাঠী ও এলাকাবাসীরা ভীড় জমায়।

বাংলাদেশ সময় : ১৯৩৫ঘণ্টা, জুন ১৪,২০১৪ ইং

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।