ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিনদিন ধরে নিখোঁজ ভোগ্যপণ্য কারখানার কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুন ১২, ২০১৪
তিনদিন ধরে নিখোঁজ ভোগ্যপণ্য কারখানার কর্মকর্তা রকিবুল ইসলাম

চট্টগ্রাম: চট্টগ্রামে একটি ভোগ্যপণ্য কারখানার কর্মকর্তা রকিবুল ইসলাম (৪৫) তিনদিন ধরে নিখোঁজ আছেন। গত ১০ জুন পটিয়া থেকে নিখোঁজ হন এ কর্মকর্তা।



রকিবুল মিরসরাই জেলার পদুয়া গ্রামের কবিরুল ইসলামের ছেলে। ইউনিভার্সেল ফুডস লিমিটেড নামে একটি কারখানায় আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক হিসেবে কর্মরত রকিবুলের বাসা নগরীর মনসুরাবাদ এলাকায়।


রকিবুলের ভাই আসিফুল ইসলাম বাংলানিউজকে জানান, ১০ জুন সকাল ৮টায় পটিয়ার উদ্দেশ্যে বাসা ছাড়ে রকিবুল। পটিয়া পৌরসভায় মা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে কাজ শেষে দুপুরে আবারও শহরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় রকিবুলের ভাই বাদি হয়ে ১১ জুন পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। জিডি নম্বর ৪৮৬।

পটিয়া থানার ওসি শওকত হোসেন বাংলানিউজকে বলেন, আমরা তদন্ত করে দেখেছি, রকিবুলের সর্বশেষ অবস্থান হচ্ছে কোতয়ালী থানার রেলস্টেশন এলাকায়। আমরা তাকে উদ্ধারে কোতয়ালী থানার সহযোগিতা চেয়েছি।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুন ১২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।