ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চুয়েটে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুন ১০, ২০১৪
চুয়েটে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০১৪ শুরু হয়েছে।

সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।



টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মো. হযরত আলী, রেজিস্ট্রার ড. ফারুক উপ জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক ড. আশুতোষ সাহা, উপ-ছাত্রকল্যাণ পরিচালক মো. মইনুল ইসলাম, শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন, নির্মল কুমার বড়ুয়া প্রমুখ।


টুর্নামেন্টের ‘ক’ গ্র’পে অংশ নিচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং।

‘খ’ গ্র“পের টিমগুলো হলো-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।

উদ্বোধনী ম্যাচে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ২-০ গোলে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে। ২টিরই গোলদাতা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ-এর ৪র্থ বর্ষের ছাত্র মো: মোস্তাফিজুর রহমান। ২৫ জুন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুন ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।