ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নারী চোর গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, জুন ৯, ২০১৪
চট্টগ্রামে নারী চোর গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে চুরি করা টাকা ও ওষুধসহ পপি বেগম (৩০) ‍নামে এক নারী চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে পপিকে হালিশহরের ধোঁয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে নগদ ৬৯ হাজার ৫’শ টাকা এবং বেশকিছু চোরাই ওষুধ উদ্ধার করে পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বাংলানিউজকে বলেন, গত ২৮ মে রাতে সুগন্ধা আবাসিক এলাকায়ে একুশে হাসপাতালের সামনে অ্যারোমা ফার্মেসি নামে একটি দোকান থেকে নগর দু’লক্ষ ১০ হাজার টাকা এবং প্রায় ৫০ হাজার টাকার ওষুধ চুরি হয়।


এ ঘটনায় দোকান মালিক সফিউল আজম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পপিকে গ্রেপ্তারের পাশাপাশি চোরাই ওষুধ ও টাকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুন ০৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।