ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়া ও সাতকানিয়ায় ৩ শিবিরকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, জুন ৩, ২০১৪
লোহাগাড়া ও সাতকানিয়ায় ৩ শিবিরকর্মী গ্রেফতার ছবি: প্রতীকী

চট্টগ্রাম: লোহাগাড়া ও সাতকানিয়ায় অভিযান চালিয়ে তিন শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে পুলিশ এ অভিযান চালায়।



লোহাগাড়া থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আবু বকর বাংলানিউজকে জানান, রাতে উপজেলার সুখছড়ি এলাকা থেকে শাহ আলম (২০) এবং আধুনগর এলাকা থেকে শফিকুল ইসলাম (২৫) নামের দুই শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা দুইজনই জামায়াত-শিবিরের নাশকতা মামলার আসামী।


সাতকানিয়া থানার অপারেটর মো. মোতাহের বাংলানিউজকে বলেন, ‘রাতে ওসমান (২৭) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সে বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতা মামলায় অভিযোগ রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুন ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।