ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় চোলাই মদসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, জুন ৩, ২০১৪
সাতকানিয়ায় চোলাই মদসহ আটক ২ ছবি: প্রতীকী

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার কেরানী হাট এলাকা থেকে পাঁচ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন উপজেলার মধ্যম রূপকানিয়া ইউনিয়নের মৃহ উফেল মহাজন সরদারের পুত্র লিটন সরদার (২৮) ও কেউচিয়া ইউনিয়নের মৃত মুন্সি মিয়ার পূত্র জামাল উদ্দিন (৩০)

সাতকানিয়া থানার অপারেটর মো. মোতাহের বাংলানিউজকে জানান, কেরানী বাসস্ট্যাণ্ডে চোলাই মদ নিয়ে ঘুরোঘুরি করার সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৯০ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২২ ‘গ’ ও ‘ঘ’ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।