ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুন ৩, ২০১৪
সীতাকুণ্ডে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি! ছবি: প্রতীকী

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়কে ব্যারিকেড দিয়ে অন্তত ১০টি গাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।



এলাকাবাসী জানায়, রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড‍, ছোট কুমিরা, পন্থিছিলা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ অন্তত ১০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা গাড়ির চালক-সহকারি ও যাত্রীদের টাকা-পয়সা লুট করে নিয়ে যায়।


ডাকাতি চলাকালে এক ড্রাইভারসহ ৪ জনকে কুপিয়ে আহত করার অভিযোগও করেছেন তারা। তবে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন বাংলানিউজকে বলেন, ‘ডাকাতির অভিযোগ শুনেছি। তবে এ ঘটনার সত্যতা খুঁজে পাইনি। কিছু বখাটে রাতে কয়েকজন ট্রাক ড্রাইভার থেকে চাঁদা নিয়েছে এতটুকু নিশ্চিত হয়েছি। ’

সীতাকুণ্ড থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই কাজী আশরাফ বাংলানিউজকে বলেন, ‘মহাসড়কের শুক্লার হাট নামক একটা এলাকায় ডাকাতি হয়েছে খবর পেয়েছি। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। ’

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘রাতে বৃষ্টির কারণে মহাসড়কে জ্যাম ছিলো। এসময় ডাকাতির ঘটনা ঘটতে পারে। বিস্তারিত না জেনে বলা যাচ্ছে না। ’

সীতাকুণ্ড এলাকার বাসিন্দারা জানায়, রাতে ডাকাতির কারণে এলোমেলোভাবে গাড়ি রাখায় সকাল ৯টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট লেগেছিলো। এসময় দীর্ঘ যানজটে ব্যাপক ভোগান্তির শিকার হয় যাত্রীরা। ৯টার পর যানজট স্বাভাবিক হতে শুরু করে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জুন ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad