ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঢাকা থেকে আসা কোচে তল্লাশি, গাঁজাসহ আটক ১

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুন ২, ২০১৪
ঢাকা থেকে আসা কোচে তল্লাশি, গাঁজাসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ঢাকা থেকে আসা এস আলম পরিবহনের গাড়িতে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় আব্দুস ছামাদ (২২) নামে গাড়ি চালকের সহকারীকে আটক করা হয়েছে।



সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড়ে গাড়িটিতে তল্লাশি চালানো হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আক্তার বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে আসা গাড়িটিতে গাঁজা বহন করা হচ্ছিল বলে আমাদের কাছে তথ্য ছিল।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছি।

‍অভিযানের সময় চালক পালাতে সক্ষম হলেও চালকের সহকারীকে তারা ধরতে সক্ষম হন বলে বাবুল আক্তার জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছামাদ জানিয়েছে, গাড়ির চালক সাইফুল ইসলামের সঙ্গে মাদক বিক্রেতাদের যোগাযোগ ছিল। তাদের সঙ্গে কথামত চালক কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি আসার পর চাকা নষ্ট হওয়ার কথা বলে সেটিকে থামায়। এরপর মাদক বিক্রেতারা দু’টি বস্তা গাড়িতে তুলে দেয়। চট্টগ্রামে টার্মিনালে পৌঁছার পর বিক্রেতাদের সেগুলো নিয়ে যাবার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১২৩০ঘণ্টা, জুন ০২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।