ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দাবি আদায়ে কালেক্টরেট সহকারী সমিতির দ্বিতীয় দিনের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুন ২, ২০১৪
দাবি আদায়ে কালেক্টরেট সহকারী সমিতির দ্বিতীয় দিনের কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দুই দফা দাবিতে চট্টগ্রামে দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি।

সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন কার্যালয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা এ কর্মবিরতি পালন করে।



এসময় পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আন্দোলনকারীরা।

সকাল ১০টায় বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসন কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা কাজে বিরতি দিয়ে কার্যালয় প্রাঙ্গনে যৌথভাবে বিক্ষোভ মিছিল শুরু করে।
পরে, বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং কালেক্টরেট সহকারী সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছের সঞ্চালনায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘ইউনিয়ন ভূমি অফিসের প্রাক্তন তহশিলদারদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং সহকারী তহসিলদারদের ভূমি উপসহকারী কর্মকর্তা করা হয়েছে। তাদের বেতন স্কেলও ৫ ধাপ উপরে যথাক্রমে ৬ হাজার ৪০০ টাকা থেকে ১৪ হাজার ২৫৫ টাকা ও ৫ হাজার ৯০০ টাকা থেকে ১৩ হাজার ১২৫ টাকা করা হয়েছে। বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনে কর্মকরত তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদেরও পদবী পরিবর্তন করে বেতন বৈষম্য দূর করতে হবে। ’

বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী পদবী পরিবর্তন ও বেতন বৈষম্য দূর করার বিষয়টি অনুমোদন দিয়েছেন। কেবল আমলাতান্ত্রিক জটিলতার কারণে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের দাবি-দাওয়া পূরণ হচ্ছে না। অবিলম্বে এসকল দাবি বাস্তবায়ন করতে হবে। ’

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ বাংলানিউজকে বলেন, ‘বিভাগীয় ও জেলা প্রশাসন কার্যালয়ের অন্তত ২০০ কর্মচারী আমাদের কর্মবিরতিতে সাড়া দিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন। উপজেলাগুলোতেও আমরা প্রচুর সাড়া পেয়েছি। আমাদের দুই দফা দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে। ’

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জুন ২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।