ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ছয় ছিনতাইকারী গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, জুন ২, ২০১৪
চট্টগ্রামে ছয় ছিনতাইকারী গ্রেপ্তার ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার পর ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে রামদা ও কিরিচসহ বিভিন্ন ধারলো অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

রোববার গভীর রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বাংলানিউজকে জানান, রোববার গভীর রাতে মোহাম্মদপুর এলাকায় কয়েকজন ছিনতাইকারী একজনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে টাকাপয়সা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এসময় আহত ব্যক্তির বর্ণণামতে পুলিশ মোহাম্মদপুরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালিয়ে ছয়জনকে ধারালো অস্ত্রসহ আটক করে।

আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২৫০ঘণ্টা, জুন ০২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।