চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার পর ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে রামদা ও কিরিচসহ বিভিন্ন ধারলো অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রোববার গভীর রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বাংলানিউজকে জানান, রোববার গভীর রাতে মোহাম্মদপুর এলাকায় কয়েকজন ছিনতাইকারী একজনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে টাকাপয়সা ছিনিয়ে নেয়।
আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১২৫০ঘণ্টা, জুন ০২,২০১৪