ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৩ বোতল মদসহ বন্দরে বার্থ অপারেটর কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মে ৩০, ২০১৪
১৩ বোতল মদসহ বন্দরে বার্থ অপারেটর কর্মী আটক ছবি : প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর থেকে মদ পাচারে জড়িত থাকার অভিযোগে সোহেল নামে এক বার্থ অপারেটর কর্মীকে আটক করেছে নিরাপত্তা বিভাগ। এসময় তার কাছ থেকে ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।



শুক্রবার বিকেলে চট্টগ্রাম বন্দরের ১১ বার্থ অপারেটর মেসার্স এ এন্ড জে ট্রেডার্স এর অফিস থেকে মদগুলো উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে.কর্নেল মোয়াজ্জেম হোসেন, বাংলানিউজকে বলেন, মদ পাচারের অভিযোগে মেসার্স এ এন্ড জে ট্রেডার্স এর একজন কর্মীকে আটক করা হয়েছে।


তিনি বলেন, মদগুলো অবৈধভাবে জাহাজ থেকে নামিয়ে অফিসে রাখা হয়েছিল। সংবাদ পেয়ে নিরাপত্তা বিভাগের কর্মীরা বার্থ অফিস থেকে ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

নিরাপত্তা পরিচালকের অভিযোগ বন্দরের পণ্য হ্যান্ডেলিং এর কাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরাই মূলত মদ পাচার ও চুরির কাজে নিয়োজিত।

আটকের পর বার্থ অপারেটর কর্মী ইসমাইল নগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, মদ পাচারের অভিযোগে বার্থ অপারেটর কর্মী সোহেলকে আটক করা হয়েছে। তার  বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ৩০, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।