ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জয়িার মাজারে ফুল দেিত গেিয় বএিনপরি দুই পক্ষরে সংর্ঘষ

স্টাফ করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মে ৩০, ২০১৪
জয়িার মাজারে ফুল দেিত গেিয় বএিনপরি দুই পক্ষরে সংর্ঘষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জয়িার মাজারে ফুল দেিত গেিয় উত্তর জলো বএিনপরি দুই পক্ষরে মধ্যে সংর্ঘষরে ঘটনা ঘটছে। ে এতে উত্তর জলো যুবদলরে সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জুসহ বশে কয়কেজন আহত হয়ছেনে।



শুক্রবার সকালে রাঙ্গুনয়িা জয়িা নগরে জয়িাউর রহমানরে প্রথম কবরে ফুল দওেয়ার সময় শ্লোগান দওেয়াকে কন্দ্রে করে এ সংর্ঘষ হয় বলে দলীয় সূত্রে জানা গছে। ে সাবকে হুইপ সয়ৈদ ওয়াহদিুল আলম ও উত্তর জলো বএিনপরি সাবকে সহ-সভাপতি এসএম ফজলুল হকরে সর্মথকদরে মধ্যে এ সংর্ঘষ হয়।
  

শহীদ রাষ্ট্রপতি জয়িাউর রহমানরে ৩৩তম মৃত্যুর্বাষকিী উপলক্ষে দলীয় নতো-কমীদরে নেিয় ফুল দেিত যান উত্তর জলো বএিনপরি নতোরা। এতে নর্তেৃত্ব দনে জলো বএিনপরি আহ্বায়ক আসলাম চৌধুরী। এসময় বএিনপরি সাংগঠনকি সম্পাদক গোলাম আকবর খন্দকার, সাবকে হুইপ সয়ৈদ ওয়াহদিুল আলম, এসএম ফজলুল হক, সদস্য সচবি কাজী আব্দুল্লাহ আল হাসানসহ অন্যান্য নতোরা উপস্থতি ছলিনে।

দুই পক্ষরে সংর্ঘষরে বষিয়ে উত্তর জলো বএিনপরি আহ্বায়ক আসলাম চৌধুরী বাংলানউিজকে বলনে, র্কমীরা শ্লোগান দেিত গেিয় একটু উত্তজেতি হয়ে পড়ছেলি। তমেন কছিু না। আমরা শান্তপর্ূিণভাবইে র্কমসূচি পালন করছে। ি

ঘটনাস্থলে উপস্থতি উত্তর জলো বএিনপরি একজন নতো বাংলানউিজকে জানান, নগর বএিনপরি দলীয় র্কাযালয় নাসমিন ভবন থেেক বশিাল গাড়ি বহর নেিয় শুক্রবার সকালে রাঙ্গুনয়িা জয়িার মাজারে ফুল দেিত যান উত্তর জলো বএিনপরি নতো-র্কমীরা।

জয়িা নগরে পৌঁছে কবরে ফুল দওেয়ার সময় এসএম ফজলুল হকরে র্কমীরা তার নামে শ্লোগান শুরু কর। ে এসময় সয়ৈদ ওয়াহদিুল আলমরে সর্মথকরা শ্লোগান দেিত বারণ করলে আরো জোরে শ্লোগান দেিত থাকে তারা। পরে ওয়াহদি সর্মথকরাও শ্লোগান শুরু কর। ে

এর এক র্পযায়ে উত্তর জলো যুবদলরে সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জুর উপর হামলা করলে উভয় পক্ষ সংর্ঘষে জড়য়ি। ে সংর্ঘষে বশে কয়কেজন আহত হয়। পরে নতোদরে হস্তক্ষেেপ পরস্থিিিত নয়িন্ত্রণে আস। ে 

স্থানীয় র্পযায়ে দলে আধপিত্যকে কন্দ্রে করে র্দীঘদনি ধরইে সয়ৈদ ওয়াহদিুল আলম ও এসএম ফজলুল হকরে মধ্যে বেিরাধ চলে আসছলি। সদ্য সমাপ্ত উপজলো নর্বিাচনে র্প্রাথী নর্ধিারণে এ বেিরাধ আরো চরমে পৌঁছ। ে নর্বিাচনে সয়ৈদ ওয়াহদিুল আলম উত্তর জলো বএিনপরি সাবকে সহ-সভাপতি ভিিপ নাজমি উদ্দনিরে পক্ষ ননে।

অন্যদেিক নজিরে অবস্থান ধরে রাখতে উত্তর জলো বএিনপরি সাবকে সভাপতি গয়িাস উদ্দনি কাদরে চৌধুরীর কাজরে মানুষ হসিেেব পরচিতি মাহবুবুল আলমরে পক্ষ ননে এসএম ফজুলল। এতে র্প্রাথী নর্ধিারণে জটলিতায় পড়ে দায়ত্বিপ্রাপ্ত নতোরা। ফলে নর্ধিারতি সময়ে হাটহাজারি উপজলো নর্বিাচনরে র্প্রাথী ঘোষণা করতে পারন। ি 

বাংলাদশে সময়: ১৬২৪ ঘণ্টা, মে ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।