ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এয়ার এরাবিয়ার ১৩৭ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মে ৩০, ২০১৪
দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এয়ার এরাবিয়ার ১৩৭ যাত্রী

চট্টগ্রাম: যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শারজার উদ্দেশে উড়াল দেওয়ার ১৫ মিনিট পর যাত্রী নিয়ে অবতরণ করেছে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ১৩৭ জন যাত্রী।



বিমানটি অবতরণের পর যাত্রীদের নামিয়ে দিয়ে ত্রুটি সারানোর কাজ শুরু ‍করেছে কর্তৃপক্ষ।

শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার নুর-ই-আলম বাংলানিউজকে বলেন, সকাল পৌনে ১০টায় ১৩৭ জন যাত্রী নিয়ে শারজার উদ্দেশে উড়াল দেয় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট।
যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়াতে সেটি ১৫ মিনিট পরে অবরতরণ করে।

তিনি বলেন, অবতরণের পর যাত্রীদের নামিয়ে দিয়ে ত্রুটি সারানোর কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মে ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।