ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউতে নবীন শিক্ষার্থীদের বরণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ২৮, ২০১৪
ইডিইউতে নবীন শিক্ষার্থীদের বরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জমকালো আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ (ওরিয়েন্টেশন) করে নিয়েছে বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।

মঙ্গলবার বিকালে নগরীর প্রবর্তক সেন্টারে এ উপলক্ষে ব্যাপক আয়োজন করে প্রতিষ্ঠানটি।



ওরিয়েন্টেশনে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা অব গ্রুপ ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক (মার্কেটিং) ও দেশের অন্যতম কর্পোরেট আইকন আসিফ ইকবাল।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যেকোন লক্ষ্যে পৌঁছানোর আগে ছেলে মেয়েদের বেশি করে আগাম স্বপ্ন দেখতে হবে।
এতে কাজটি করার আগেই এক ধরনের অনুপ্রেরণা তৈরি হয়। মানসিক শক্তিই তাকে প্রতিযোগিতার বাজারে সবার চেয়ে এগিয়ে রাখে। ’

আসিফ ইকবাল বলেন,‘বিশ্ব বাজারে বাংলাদেশের অবস্থান এখন অনেক ভালো। ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, রপ্তানি-আমদানি সর্বক্ষেত্রে বিগত বছরের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। সময়টা এখন ভারত ও আমেরিকার মতো বড় দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার। এই মুহুর্তে নিজের অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে প্রতিষ্ঠা পাওয়াই হলো প্রধান কাজ। ’
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর মোহাম্মদ সিকান্দার খান বলেন, ‘যারা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে তারা একদিন বাংলাদেশকে নিজেদের মেধায় শানিত করবে। নিজের আত্মবিশ্বাসের প্রতি কারো যদি শ্রদ্ধা থাকে, তাহলে সে যে সেক্টরে কাজ করুক না কেনো সোনার চাবি তার পকেটে আসবেই। ’

অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. এম এম নুরুল আবসার নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক শাহ আহমেদ, লেকচারার সামিনা আফরিন, সাজ্জাতুল ইসলাম, শেহরীন আহমেদ রেজিস্ট্রার শাফায়েত চৌধুরী প্রমুখ। উপস্থাপনা করেন কাওসার কোহিনুর ও নুশরাত সুলতানা।

অনুষ্ঠান প্রসঙ্গে ইডিইউর ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ‘সমাজের বিভিন্ন পেশায় অনেক মানুষ নিজের মেধায় ও গুণে আজ প্রতিষ্ঠিত। সেইসব ব্যক্তিদের অভিজ্ঞতা, দক্ষতা ও ভবিষৎ পরিকল্পনা শিক্ষার্থীদের জানাতে আমাদের এই আয়োজন। আমরা মিশিগান ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর গ্রে ও সম্প্রতি নেসলে বাংলাদেশের নকিব খানকেও আমন্ত্রণ করেছিলাম। আগামীতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।