ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ২৮, ২০১৪
চট্টগ্রামে শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম: নগরীর বন্দর থানা এলাকায় এক শিশুকে ধর্ষণের দায়ে মো. ছগির (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক  মো. জাকির হোসেন বুধবার রায়ে তাকে কারাদণ্ডের পাশপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।



ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ‌এম এ নাছের জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

‌এম এ নাছের জানান, ২০০৫ সালের ২০ মার্চ বন্দর থানার নারিকেল তলা এলাকায় লাকড়ি কুড়িয়ে বাসায় ফেরার সময় জনৈক ইসমাঈলের বার বছর বয়সী নারী শিশুকে একই এলাকার বখাটে যুবক মো. ছগির জোরপূর্বন তুলে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনার পর ওই শিশুর পিতা বাদি হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০০৫ সালের ৩ মে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর ২০০৫ সালের ১৬ আগস্ট এ মামলায় অভিযোগ গঠন করা হয়। আদালত ভিকটিমসহ পাঁচজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।  

রায় ঘোষণার পর আসামি ছগিরকে কারাগারে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
আদালত সূত্র জানায়, বারবার সমন জারির পরও আদালতে স্বাক্ষী দিতে না আসায় আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শনের অভিযোগে বন্দর থানার তৎকালীন উপ পরিদর্শক(এসআই) মাহমুদা সুলতানার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ মহা পরিদর্শককে নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।