ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাতীয় টিকাদান কর্মসূচিতে শ্রেষ্ঠ চসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মে ২৭, ২০১৪
জাতীয় টিকাদান কর্মসূচিতে শ্রেষ্ঠ চসিক

চট্টগ্রাম: পোলিও মুক্ত দেশ গড়তে অবদান রাখায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সৈয়দ আবু জাফর মো. মুসা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার দুপুরে কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বরাবরে পাঠানো হয়েছে।



কর্পোরেশন সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ দক্ষিণ-পূর্ব এশিয়া বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির দিল্লি কার্যালয় বাংলাদেশসহ
দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি দেশকে আনুষ্ঠানিকভাবে পোলিওমুক্ত ঘোষণা করে।
পোলিও মুক্ত দেশ গড়তে অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাঠ কর্মীদের
পুরুষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরই ‍অংশ হিসেবে জাতীয় টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ তিনটি সিটি কর্পোরেশনকে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়েছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানের মাধ্যমে এ স্বীকৃতির সনদ তুলে দিবেন।

‍কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বাংলানিউজকে বলেন, পোলিওমুক্ত দেশ গড়তে অবদান রাখতে পারার অনুভূতি অসাধারণ। এ স্বীকৃতি আমাদের উৎসাহ যোগাবে। তবে আমাদের কার্যক্রম শেষ হয়ে যায়নি। কর্পোরেশনের স্বাস্থ্য কর্মীরা সামনে আরো সক্রিয় ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২০৫৪ঘণ্টা, মে ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।