ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যুক্তির আলোয় মুক্তির সন্ধান দেয় বিতর্ক: ড.ইফতেখার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মে ২৭, ২০১৪
যুক্তির আলোয় মুক্তির সন্ধান দেয় বিতর্ক: ড.ইফতেখার ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বিতর্ক চর্চা তরুণ প্রজন্মের মেধাকে শাণিত করে। তারা বিতর্ক চর্চার মাধ্যমে যুক্তির আলোয় মুক্তির পথের সন্ধান করতে পারে।

তরুণ প্রজন্মকে যুক্তিশীল করে গড়ে তোলা গেলে আলোকিত বাংলাদেশ গড়া সম্ভব হবে। ’

ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া আন্ত:জেলা জাতীয় কলেজ বিতর্ক উৎসব-২০১৪ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে ড. ইফতেখার এসব কথা বলেন।


চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার সহকারী অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন আহমদ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষক মফিজুর রহমান, এসএ টেলিভিশনের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার প্রভাষক রোকসানা জলি। বক্তব্য দেন বদরুদ্দোজা জুয়েল ও বিরি মরিয়ম মৌসুমী।

‘গণমাধ্যম গণমানুষের কথা বলে না’ এ বিষয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজ, রানার্স আপ হয় ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ।

এর আগে ২৬ মে সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক সুজিত কুমার চৌধুরী। প্রতিযোগিতায় চট্টগ্রামের সাতটি কলেজের ১০টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী কলেজগুলো হচ্ছে চট্টগ্রাম কলেজ, ক্যান্টমেন্ট পাবলিক কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম কমার্স কলেজ, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, ওমর গণি এমইএস কলেজ। বিতর্ক উৎসবের সহ আয়োজক হিসেবে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) ও চিটাগাং ডিবেট একাডেমি।

বাংলাদেশ সময়: ২০৫০ঘণ্টা, মে ২৭,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।