ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫০টি অবৈধ বসতি ও দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ১৯, ২০১৪
৫০টি অবৈধ বসতি ও দোকান উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার টেকবাজার শাখা খালের পাড় থেকে ৫০টি অবৈধ বসতি ও দোকান পাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।



কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বাংলানিউজকে জানান, চান্দগাঁও থানার টেকবাজার শাখা খালের জায়গা অবৈধভাবে দখল করে ঘর ও দোকান পাট নির্মাণ করেছে লোকজন। দুপুরে অভিযান চালিয়ে খালের পাড় থেকে ৫০টি অবৈধ ঘর ও দোকান পাট উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদকৃত প্রায় ১৫ গন্ডা জায়গা দখল মুক্ত করে কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে বুঝিয়ে দেয়া হয়েছে।

উচ্ছেদে নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কানুনগো, সার্ভেয়ার, চান্দগাঁও থানা পুলিশ ও নগর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মে ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।