ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ১৯, ২০১৪
চট্টগ্রামে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর চকবাজার-বহদ্দারহাট সড়কের দুই পাশে অর্ধশতাধিক স্থাপনার বর্ধিতাংশ উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(চউক)।

সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।



অথরাইজড অফিসার-১ প্রকৌশলী মনজুর হাসান বাংলানিউজকে জানান, রাস্তার জন্য ছাড়কৃত জায়গা ও রোড এলাইনমেন্ট অনুযায়ী রাস্তার প্রশস্থতা সংরক্ষণ, ব্যতিক্রমী নির্মাণ, ব্যবহার পরিবর্তন, অবৈধ ঊর্ধ্বমূখী সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করণের জন্য তদারকি দল অভিযান চালায়। অভিযানে ৫-৬টি ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়েছে।
এছাড়া সেমিপাকা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। যারা স্ব-উদ্যোগে ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়েছে তাদেরকে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে।

তদারকি দলে ছিলেন চউক ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান মো. শাহিনুল ইসলাম খান, উপ প্রধান নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন আহমদ, নগর পরিকল্পনাবিদ মো. ঈসা আনছারী।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।