ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাকরি বিধিমালা প্রণয়ণের দাবি

ইউএসটিসিতে দ্বিতীয় দিনের কর্মবিরতি-বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মে ১৯, ২০১৪
ইউএসটিসিতে দ্বিতীয় দিনের কর্মবিরতি-বিক্ষোভ চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি)

চট্টগ্রাম: চাকুরি বিধিমালা প্রণয়ণের দাবিতে বেসরকারি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ইউএসটিসি) দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করছে শিক্ষক-চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিরা। এসময় একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা।



বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের কর্মবিরতি শুরু হয়। পরে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষক-চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিরা।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রাঙ্গনে এক সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তারা বলেন, ‘অনিয়ম-অব্যবস্থাপনার মধ্য দিয়ে ইউএসটিসি’র কার্যক্রম চলছে। অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় কয়েকগুণ বেশী অর্থ আয় করার পরও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা সকল সুবিধা বঞ্চিত। গ্যাচুইটি, টাইম স্কেল, প্রমোশন না থাকায় এবং সময়ের তুলনায় সর্ব নিম্নহারে বেতন প্রদানের কারণে অনিশ্চয়তার মধ্যে তারা দিনাতিপাত করতে হচ্ছে। অবিলম্বে সার্ভিস রোল ও গ্রহণযোগ্য বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে এ অনিশ্চয়তা থেকে উদ্ধার করতে হবে। ’

বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নামে মাত্র দায়িত্ব পালন করছে। দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি নিযুক্ত ভিসি-প্রোভিসি, ট্রেজারার নেই। এ সুযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা চলছে। এভাবে কোন বিশ্ববিদ্যালয় চলতে পারে না। ’

সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক-চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারি সমন্বয় পরিষদের আহ্বায়ক ডা. কামাল উদ্দিন, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাপ্পী, ডা. প্রকাশ কুমার চৌধরী, ডা. এস এম মোস্তফা কামাল, ডা. দিদারুল আলম প্রমুখ।

সমাবেশ শেষে লাইব্রেরি ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। দুপুর ১টায় দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হবে।

আনোয়ারুল ইসলাম বাপ্পী বাংলানিউজকে বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতিসহ অন্যান্য কর্মসূচি চলবে। তবে, হাসপাতালের চিকিৎসা কার্যক্রম কর্মবিরতির আওতামুক্ত থাকবে। ’

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।