ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, আটক ১

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, মে ১৯, ২০১৪
র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, আটক ১ ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় র‌্যাব পরিচয়ে গোলাম রাব্বানী মুন নামে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এসময় স্থানীয় জনতা একজনকে গণধোলাই পুলিশে সোপর্দ করেছে।



রোববার রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নগররীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় একটা সাদা প্রাইভেটকারে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় ওই ব্যবসায়ী চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। প্রাইভেটকারে করে অন্যরা পালিয়ে গেলেও আরিফ আহমেদ নামে একজনকে ধরে গণধোলাই দেওয়া হয়।

নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশানার হাসান মোল্লা বাংলানিউজকে জানান, স্থানীয় জনতা গণধোলাইয়ের পর ওই ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা। তিনি ২০০৯ সালে সেনাবাহীনী থেকে অবসর নেন। নগরীরর হালিশহর এলাকায় তার বাসা।

পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, মে ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad