ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরটিলায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মে ৮, ২০১৪
বন্দরটিলায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর বন্দরটিলা এলাকায় বিমান বন্দর সড়ক প্রায় আধ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে নিউকন গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহষ্পতিবার দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে।



প্রতিষ্ঠানটি গত মাসে সাময়িকভাবে বন্ধ ঘোষণা (লে অফ) করা হয়েছিল। ‘লে অফ’ চলাকালিন সময়ে বেতনের দাবিতে শ্রমিকদের একটি অংশ এ বিক্ষোভ করে।


ইপিজেএড থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বাংলানিউজকে জানান, লে-অফ চলাকালিন সময়ে বৃহষ্পতিবার প্রথম মাসের বেতন দেওয়ার কথা ছিলো। প্রতিষ্ঠানের অস্থায়ী শ্রমিকরাও এসময় বেতন দাবি করে বিক্ষোভ শুরু করে। ’

তিনি বলেন, ‘শ্রমিকরা রাস্তায় নেমে সড়কটি বন্ধ করে দেওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ’

চট্টগ্রাম শিল্প পুলিশের (গোয়েন্দা) পরিদর্শক আরিফুর রহমান বাংলানিউজকে জানান, প্রতিষ্ঠানটিতে ৪শ ৫০ জন শ্রমিক রয়েছে। এর মধ্যে ১শ ৯২ জন শ্রমিক স্থায়ী। বৃহষ্পতিবার দুপুরে এসকল স্থায়ী শ্রমিকদের লে-অফকালিন নিয়ম অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার সময় নির্ধারিত ছিলো। শ্রমনীতি অনুযায়ী অস্থায়ী শ্রমিকরা এসময় টাকা পায় না। কিন্তু তারাও টাকা দাবি করে বিক্ষোভ শুরু করে।

“শ্রমিকদের দাবি অযৌক্তিক। তারপরও মালিক পক্ষ ও শ্রমিকদের মধ্যে এক বৈঠকে আগামী রোববার বিবাদের বিষয়টি সুরাহা করার দিন ধার্য করা হয়েছে। শ্রমিকরা ফিরে গেছেন। ঘটনাস্থলে শিল্প পুলিশের দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।