ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কবিতায়-গানে রবীন্দ্রনাথকে স্মরণ করল প্রমা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মে ৮, ২০১৪
কবিতায়-গানে রবীন্দ্রনাথকে স্মরণ করল প্রমা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলায় অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি সংগঠন প্রমা’র আবৃত্তিসন্ধ্যা ‘সীমার মাঝে অসীম তুমি’। অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।



চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যায় প্রমা আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব রণজিৎ বিশ্বাস এবং ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রমা’র সভাপতি রাশেদ হাসান।


উদ্বোধনী বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন রবীন্দ্রনাথ এক অনুপ্রেরণার নাম। পরাধীন বাংলাদেশে যখন আমরা পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিপীড়ণে নিপীড়িত হচ্ছিলাম, আমাদের শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন, অর্থনীতি সবকিছু নিষ্পেষিত হচ্ছিলা, সেই সময় রবীন্দ্রনাথ ছিলেন আমাদের অনুপ্রেরণার উৎস।

তিনি বলেন সমগ্র পাকিস্তান জুড়ে যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়, তখন বাঙালী আন্দোলনে সোচ্চার হয়ে উঠে।

প্রমা’র সাধারন সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির প্রানের মানুষ। প্রেমে, দ্রোহে, প্রতিবাদে রবীন্দ্রনাথের বাণী আমাদের পথ দেখায়, সাহস যোগায়। আমাদের আনন্দে, বেদনায়, উৎসবে, সংকটে আমরা সবাই রবীন্দ্রনাথের কাছে বারবার ফিরে যাই।  

অনুষ্ঠানে গান, আবৃত্তি, কথামালায় স্মরণ করা হয় প্রাণের কবিকে। অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন কংকন দাশ, শর্মিষ্ঠা বড়‍ুয়া, মোহিত বিশ্বাস, মেহজাবিন রুনা, সালমা আক্তার, রাবেয়া আক্তার, নাজমুল আলীম সাদেকী সুমন, রোজী বিশ্বাস, মাহফুজ আহমেদ,  রাজু দাশগুপ্ত, পরিতোষ দাশ, আবুল ফয়েজ, ফামেতা তুজ জোহরা উর্মি, তাসনিম জামাল, আরাফাত আহমেদ সোহাগ, আল মামুন, বিনয় দাশ ও উর্মি বড়ুয়া।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন রাশেদ হাসান, কংকন দাশ, শর্মিষ্ঠা বড়ুয়া, মোহিত বিশ্বাস, মেহজাবিন রুনা, নাজমুল আলীম সাদেকী সুমন, রাজু দাশগুপ্ত। এছাড়া গান পরিবেশন করেন শ্রাবন্তী ধর। নৃত্য পরিবেশন‍ায় ছিলেন রামিসা মালিয়াত। অনুষ্ঠানে শিশু বিভাগের শিল্পীরা পরিবেশন করেন পূর্ণাঙ্গ প্রযোজনা ‘ভাবি যাহা মনে’।

বাংলাদেশ সময়: ১২১০ঘণ্টা, মে ০৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।