ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে চুরি করা আমদানি কাগজসহ আটক ৭

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, মে ৮, ২০১৪
বন্দর থেকে চুরি করা আমদানি কাগজসহ আটক ৭ ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর থেকে চুরি করে বের করা দু’টি কাভার্ড ভ্যানবোঝাই প্রায় ১৫ লক্ষ টাকার কাগজসহ (বোর্ড পেপার) ৭ জনকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার গভীর রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়েছে।



কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বাংলানিউজকে জানান, বোর্ড পেপারগুলো আমদানির পর খালাসের অপেক্ষায় চট্টগ্রাম বন্দরে রাখা হয়েছিল। একটি চক্র সেগুলো চোরাই পথে বের করে নিয়ে যাচ্ছিল।


দু’টি কাভার্ড ভ্যানভর্তি কাগজগুলো আন্দরকিল্লায় পৌঁছানোর পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেগুলোকে চ্যালেঞ্জ করে। এসময় আমদানি সংক্রান্ত কোন কাগজপত্র তারা দেখাতে না পারায় সেগুলো আটক করা হয়। পরে তারা চোরাই পথে বন্দর থেকে কাগজভর্তি কাভার্ড ভ্যানগুলো বের করার কথা স্বীকার করে বলে ওসি জানান।

ওসি বাংলানিউজকে বলেন, বন্দর থেকে কাগজ বের করার মধ্যস্থতাকারী এবং ক্রেতার প্রতিনিধিকে আটক করা হয়েছে। মূল হোতাদের এখনও পাওয়া যায়নি। তাদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০৩০ঘণ্টা, মে ০৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।