ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে স্বর্ণকার খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, মে ৮, ২০১৪
রাউজানে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে স্বর্ণকার খুন ছবি: প্রতীকী

চট্টগ্রাম: রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের বণিক পাড়া এলাকায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিরণ মহাজন (৪৬) নামে এক স্বর্ণকার খুন হয়েছেন। নিহত কিরণ ওই এলাকার হরেন্দ্র লাল মহাজনের পুত্র।



বুধবার রাত সাড়ে দশটার দিকে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, নিহত কিরণ মহাজনের সঙ্গে তার ‍চাচাতো ভাই বিশু মহজনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে।
রাতে কিরণ মহাজনের মুখে টর্চের আলো ফেলা নিয়ে দুই জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হলেও পরে জায়গা-জমির বিষয়টি সামনে আসায় বাকবিতণ্ডা হাতাহাতি রূপ নেয়। ঘটনার এক পর্যায়ে কিরণ মহাজনকে প্রতিপক্ষ ছুরিকাঘাত করে। পরে, আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘লাশটি রাতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ’

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মে ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।