ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ব্যবসায়ী অপহরণের অভিযোগ

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ৬, ২০১৪
হাটহাজারীতে ব্যবসায়ী অপহরণের অভিযোগ হাফিজুর রহমান

চট্টগ্রাম: দেশের বিভিন্ন স্থানে অপহরণের ঘটনার মধ্যে এবার চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ী অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

ব্যবসায়ী হাফিজুর রহমানের স্ত্রী কুলসুমা রাজিয়া হাটহাজারী থানায় সাধারণ ডায়রি করেছেন।

এতে অপহরণের অভিযোগ আনা হয়েছে।

জানা গেছে, হাটহাজারী পৌর সদরে মেসার্স মুক্তা ট্রেডাসের মালিক হাফিজুর রহমান সোমবার সকাল ৮টায় দোকানের উদ্দেশ্যে ঘর থেকে বের হন।
নির্দিষ্ট সময়ের পর রাতে বাসায় না ফেরায় তার মোবাইলে কল দেওয়া হলে প্রথমে বাজলেও পরে বন্ধ পাওয়া যায়। যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় স্ত্রী কুলসুমা। এরপর মঙ্গলবার হাটহাজারী থানায় সাধারণ ডায়রি করেন তিনি।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ইসমাইল বাংলানিউজকে জানান, ব্যবসায়ী হাফিজুরকে ‘অপহরণের’ অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন তার স্ত্রী।

জিডিতে উল্লেখ করা হয়, কিছুদিন আগে একটি মোবাইল থেকে কল দিয়ে হাফিজুরের কাছে টাকা পাবে বলে দাবি করে একজন। এসময় তার পরিচয় চানতে চাইলে বিভিন্ন ঠিকানা বলে। টাকার জন্যই হাফিজুরকে অপহরণ করা হতে পারে।

ওসি বলেন, অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ীকে উদ্ধারে ‍অভিযান পরিচালনা করবো।

সাধারণ ডায়রি করার পর এর কারণ জানতে চেয়ে আগের নাম্বার থেকে ফের ফোন করে বলেও অভিযোগ করেন কুলসুমা আক্তার।

হাফিজুর হাটহাজারী পৌর সদরের আলমপুর গ্রামের মৃত ইউনুচ মিয়ার সন্তান। তবে তিনি পরিবার নিয়ে হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন একটি ভবনে ভাড়া থাকতেন।

বাংলাদেশ সময়:২০৫৮ঘণ্টা, মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।