ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নেসলেতে ইন্টার্নশিপের সুযোগ পাবে ইডিইউ শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মে ৬, ২০১৪
নেসলেতে ইন্টার্নশিপের সুযোগ পাবে ইডিইউ শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: প্রতিবছর ইন্টার্নশিপের সুযোগ দিয়ে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ ও অভিজ্ঞ হিসেবে গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দিয়েছে নেসলে বাংলাদেশ কর্তৃপক্ষ।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ইর্ন্টানশীপ প্রোগ্রাম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নেসলে কর্মকর্তারা এ আশ্বাস দেন।



অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হিউম্যান রির্সোচ বিভাগের ডিরেক্টর আকতার উদ্দিন মাহমুদ বলেন,  প্রতিবছর ইর্ন্টানশীপের মাধ্যমে ইডিইউ ছাত্র-ছাত্রীরা নেসলেতে কাজের সুযোগ পাবেন। ইন্টার্নশিপে শিক্ষার্থীরা নেসলের কর্মপরিচালনা পদ্ধতি, ব্যবস্থাপনা উন্নয়ন, বিভিন্ন পণ্যের প্রচার ও প্রসার ইত্যাদি বিষয়ে ধারণা লাভ করতে পারবে।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেসলের পুষ্টি শাখার ট্রেনিং কর্মকর্তা পিনাকি সেনগুপ্ত, ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আলম নোমান, অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, রেজিস্ট্রার শাফায়েত কবীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।