ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চলে গেলো সৌভাগ্যের প্রতীক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ৬, ২০১৪
চলে গেলো সৌভাগ্যের প্রতীক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মীরসরাই: হিঙ্গুলী ইউনিয়নের কালী বাড়ির পুকুরে প্রায় একশো বছর আগে ছাড়া হয়েছিল একটি কাছিম। ওই সময়ে কাছিমটির গায়ে রং দিয়ে কালী বাড়ির নাম লিখে দিয়েছিল স্থানীয়রা।

তারপর যুগযুগ ধরে সেই কাছিমটি ছিলো এলাকাবাসীর কাছে সৌভাগ্যের প্রতীক।

মন্দিরের পুকুরে কাছিমটি যখন ভেসে উঠতো তখন তাকে উদ্দেশ্য করে শুরু হয়ে যেতো খাবার ছোড়ার হিড়িক।
শ্রদ্ধা আর ভক্তির দৃষ্টি নিয়ে তাকাতো গ্রামবাসী। অবেশেষে ভক্তির মায়া ছাড়লো কাছিমটি। শত বছরের স্মৃতি বুকে নিয়ে বুধবার বিদায় নিলো ভক্তদের মাঝ থেকে।

কালী বাড়ি কমিটির সাধারণ সম্পাদক অরুণ দে বাংলানিউজকে জানান, দুপুরে কাছিমটি মারা যায়। প্রায় ১’শ ২০ বছর পূর্বে এলাকার পূর্বপুরুষরা এটি কালীবাড়ির পুকুরে ছেড়েছিল।

হিঙ্গুলি ইউনিয়নের বয়োজ্যেষ্ঠ নটবর দত্ত বাংলানিউজকে বলেন, ‘কাছিমটি ছিলো আমাদের কাছে সৌভাগ্যের প্রতীক। তাকে ঘিরে অসংখ্য কিংবদন্তী এলাকায় প্রচলিত আছে। কথিত রয়েছে, কাছিমটি শিশুদের পুকুরে দেখাশোনা করতো, আনন্দ দিতো। তাই, গ্রীষ্মকালে পুকুরটি শুকিয়ে গেলেও কাছিমটিকে বিশেষ যত্নে অন্য কোন পুকুরে সাময়িকভাবে রাখা হতো। ‘

তিনি জানান, কাছিমটির মৃত্যুর পর অসংখ্য মানুষ দূর-দূরান্ত থেকে কাছিমটি দেখতে এলাকায় ভিড় জমিয়েছে। সকালে কাছিমটি মাটি চাপা দেওয়া হবে।

বাংলাদেশ সময় :  ২০০৫ ঘন্টা,  মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।