ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কলেজ ছাত্রী অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মে ৬, ২০১৪
কলেজ ছাত্রী অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম: কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মো.মিল্টন হাওলাদার (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানাও প্রদানেরও নির্দেশ দিয়েছেন।



মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো.জাকির হোসেন আসামীর উপস্থিতিতে এ রায় দিয়েছেন। রায় ঘোষণার পর আসামীকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।


ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আবুল নাসের চৌধুরী বাংলানিউজকে বলেন, আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বিচারক আসামীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মোবাইলে কথোপকথনের সূত্র ধরে ২০১২ সালের ২৮ আগস্ট নগরীর বন্দর থানার নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সামনে থেকে ওই কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে ফুসলিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায় মিল্টন।

অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়ায় মিল্টনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে ওইদিনই একটি মামলা দায়ের করেন ওই ছাত্রীর মা। পুলিশ পরবর্তীতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিল্টনকে গ্রেপ্তারের পাশাপাশি ওই ছাত্রীকে উদ্ধার করেন।

২০১২ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ আসামী মিল্টনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৩ সালের ১৬ মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অভিযোগপত্র আমলে নেন। এরপর ওই বছরের ৮ জুলাই আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন। জরিমানার টাকা বাদির ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।