ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাতিঘরে ‘শুদ্ধস্বর’ কর্নার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মে ৩, ২০১৪
বাতিঘরে ‘শুদ্ধস্বর’ কর্নার ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর গ্রন্থবিপণি বাতিঘরে চালু হয়েছে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বর’র কর্নার। এখন থেকে শুদ্ধস্বরের সব বই বাতিঘরে পাওয়া যাবে।



কর্নার উদ্বোধন উপলক্ষে বৃহষ্পতিবার সন্ধ্যায় বাতিঘরে লেখক-পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন হরিশংকর জলদাস, মহীবুল আজিজ, হাফিজ রশিদ খান, কামরুজ্জামান জাহাঙ্গীর, উদয়শংকর দাশ, ফারহানা আনন্দময়ী, জয়দীপ দে।
ঢাকা থেকে যোগ দেন লেখক মাসুদা ভাট্টি।

আড্ডার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন শুদ্ধস্বর-এর প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল। পরে উপস্থিত লেখকদের মধ্য থেকে অনেকেই চট্টগ্রামে শুদ্ধস্বর-এর কর্নার চালুর জন্যে বাতিঘর ও শুদ্ধস্বরের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুমন বিশ্বাস।

বাংলাদেশ সময়: ২০৩২ঘণ্টা, মে ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।