ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়তে কাজ করছে খেলাঘর

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মে ২, ২০১৪
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়তে কাজ করছে খেলাঘর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ‘খেলাঘর শিশু-কিশোরদের প্রতিভার বিকাশ, অধিকার সচেতন, দেশপ্রেমিক, মেধাসম্পন্ন মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ’

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর এর ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।



শুক্রবার বিকেলে খেলাঘর চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি কবি আশীষ সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরীর সঞ্চলনায় অন্যান্যের মধ্যে সহ-সভাপতি অজিত আইচ, এরশাদ হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য মোর্শেদ আলম চৌধুরী, মিসেস শাবানা বানু, এসকেন্দার আলী, মিজানুর রহমান ইউনুস প্রমুখ আলোচনায় অংশ নেন।  

আলোচনার শুরুতে খেলাঘর এর ৬২ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনা করেন সম্পাদক মন্ডলীর সদস্য রুবেল দাশ প্রিন্স।


আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করে খেলাঘর পরিচালিত ছোটদের সাংস্কৃতিক স্কুল শৈশব, দীপশিখা, জলছবি ও মৈত্রী খেলাঘর আসরের শিশু-কিশোর শিক্ষার্থীরা।    

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।