ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ক্যান্সার সচেতনতায় সড়ক শোভাযাত্রা

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মে ২, ২০১৪
ক্যান্সার সচেতনতায় সড়ক শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ক্যান্সার রোগীদের সচেতন করার লক্ষ্যে বন্দরনগরীতে অনুষ্ঠিত হল সড়ক শোভাযাত্রা।

শুক্রবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বর থেকে এ শোভাযাত্রার শুরু হয়।



ভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ।

বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন সেন্টার ফর ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিসিপিআর) এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


ক্যান্সার সচেতনায় সড়ক শোভাযাত্রার প্রধার সমন্বয়ক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার বাংলানিউজকে বলেন, বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলছে। অধিকাংশ রোগীই সচেতনার অভাবে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয়। এ ধরণের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির সামাজিক আন্দোলন হিসেবেই এ কর্মসূচি পালিত হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।