চট্টগ্রাম: নগরীর কর্ণফুলী থানার ইছানগর এলাকায় বজ্রপাতে মো.শাহজাহান(২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
শাহজাহান কক্সবাজার থানার মহেশখালীর বশর আলীর সন্তন। তিনি নগরীর কর্ণফুরী ইছানগর এলাকায় একটি শুটকি পল্লীতে শ্রমিকের কাজ করতেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী উপপরিদর্শক(এএসআই) পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে বলেন, ইছানগর এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হন শাহজাহান।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়:১১৫৫ঘণ্টা, মে ০২, ২০১৪