bangla news

রানা প্লাজার মালিক রানা’র ফাঁসি দাবি

141 |
আপডেট: ২০১৪-০৫-০১ ১০:৪০:০০ এএম

রানা প্লাজার মালিক ঘাতক রানা‘র যাবতজীবন কারাদণ্ড বাতিল করে ফাঁসির দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। রানা প্লাজা ধ্বসে হতাহত গার্মেন্টস শ্রমিকদের পরিবার পরিজনকে পুনর্বাসনেরও দাবি জানান তিনি।

চট্টগ্রাম: রানা প্লাজার মালিক ঘাতক রানা‘র যাবতজীবন কারাদণ্ড বাতিল করে ফাঁসির দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। রানা প্লাজা ধ্বসে হতাহত গার্মেন্টস শ্রমিকদের পরিবার পরিজনকে  পুনর্বাসনেরও দাবি জানান তিনি। 

বৃহস্পতিবার দুপুরে কালুরঘাট এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। কালুরঘাট শ্রমিকদল ও শ্রমজীবি সমিতি মে দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেন। 

ডা. শাহাদাত বলেন, নারায়নগঞ্জের ৭২ ঘন্টার পর ৫ জনের লাশ খোজে পাওয়ার মাধ্যমে প্রমাণিত হয় দেশের মানুষ এখন গুম-আতঙ্কে আছে। এই অবৈধ সরকারের আমলে কেউ নিরাপদ নয়। গুম-হত্যা-নির্যাতন-নিপীড়নে দেশের মানুষ অতিষ্ঠ।

কালুরঘাট শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে ও শ্রমিক দল নেতা ইলিয়াসের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ান, চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব আলম, চান্দগাঁও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মোহরা ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজউল্লাহ, কালুরঘাট শ্রমিক দলের নেতা মো. ইদ্রিস মিয়া, চান্দগাঁও ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন খান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়:২০২০ঘণ্টা, মে ০১, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-05-01 10:40:00