ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জলদস্যু সন্দেহে ৯ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, মে ১, ২০১৪
জলদস্যু সন্দেহে ৯ জন আটক

চট্টগ্রাম: বন্দরের বহির্নোঙ্গরে একটি লাইফ বোট থেকে জলদস্যু সন্দেহে নয় জনকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহষ্পতিবার সকাল ছয়টার দিকে জাহাজের বেশকিছু মালামালসহ তাদের আটক করা হয়।

এসময় তাদের বহনকারী লাইফ বোটটিকেও আটক করে কোস্টগার্ড।

কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার এম রাজিবুল ইসলাম বাংলানিউজকে জানান, কোস্টগার্ড পূর্বাজোনের জাহাজ সিজিএস তানভীর টহলকালে জাহাজের তিনটি মোটা ইষ্পাতের দড়ি ও তিনটি বৈদ্যুতিক তারসহ তাদের আটক করে।
মালামালগুলো ‘এম ভি গোলাম-ই-মোস্তফা’ নামক একটি জাহাজ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। জিজ্ঞাসাবাদে তারা ওই জাহাজের কর্মচারী দাবি করলেও কোন বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।

তিনি বলেন,‘উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা। আটককৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহাব উদ্দিন বাংলানিউজকে বলেন,‘আটককৃতদের কাগজপত্র দেখে যাচাই-বাছাই চলছে। ’

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।