bangla news

সাতকানিয়ায় ইয়াবাসহ ২ জন আটক

89 |
আপডেট: ২০১৪-০৫-০১ ৩:৫৬:০০ এএম
প্রতীকী

প্রতীকী

সাতকানিয়ার কেরানীহাট এলকা থেকে পৃথক অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় দু’জনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম: সাতকানিয়ার কেরানীহাট এলকা থেকে পৃথক অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় দু’জনকে আটক করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে এবং বুধবার রাতে পুলিশ এ অভিযান চালায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বাংলানিউজকে জানান, রাতে কেরানীহাট এলাকায় এসএ পরিবহনের একটি কাউন্টার থেকে ১ হাজার

ইয়াবা উদ্ধার হয়। ইয়াবাগুলো ইলেকট্রনিক্স পণ্যের নামে প্যাকেটজাত করে ঢাকায় পাঠানো হচ্ছিল। এসময় কাউকে আটক করা যায়নি। তবে, প্রেরক ও প্রাপকের নামে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

দুপুর একটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একই এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাস থেকে দুইশো পিস ইয়াবার অপর চালানটি আটক করা হয়। এসময় বহনকারী দু’জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ১, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-05-01 03:56:00